
আমার কাগজ প্রতিবেদক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘একুশ আমাদের অহংকার’ শীর্ষক আলোচনা সভা, গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দীন আল-আজাদ।
সভাপতিত্ব করেন বাংলাদেশ সার্ক কালচারাল ফোরাম বাংলাদেশ-এর সভাপতি এটিএম মমতাজুল করিম। সাভার ভাকুর্তা ইউনিয়নের সাবেক বিএনপি নেতা, সমাজসেবায় ও মানবকল্যাণে বিশেষ অবদান রাখায় হাজি মোঃ ইয়াছিনকে আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা প্রদান করা হয়। বার বার নির্বাচিত জনপ্রতিনিধি ইয়াছিন মিয়া তার এলাকা মাদক ও ভূমিদস্যুমুক্ত রাখায় এই সম্মাননায় ভ‚ষিত হয়েছেন।
উল্লেখ, ইয়াছিন মিয়া মাদক কারবারি ও ভূমিদস্যুদের নির্মূল করতে জীবনে অনেক হামলা মামলা এবং হুমকির সম্মুখীন হয়েছেন।