
আমার কাগজ প্রতিবেদক
সচিব পদে শিগগিরই বড় ধরনের রদবদল হচ্ছে। এতে করে রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ শূন্য পদে আসবে নতুন মুখ। সব কিছু ঠিক থাকলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে এ পদে দেখা যেতে পারে।
সংশ্লিষ্ট সূত্র মতে, একই সঙ্গে আরো কয়েকটি মন্ত্রণালয়ে রদবদল হতে পারে। এ প্রক্রিয়ায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়া একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। তাছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সচিব মো. নজরুল ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মাকছুদ জাহেদীর দপ্তর রদবদল হতে পারে।
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়। এর পর থেকেই পদটি শূন্য ছিল। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ২৮ আগস্ট দুই বছরের চুক্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান মোখলেস উর রহমান। তিনি অতিরিক্ত সচিব হিসেবে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছিলেন। তবে চুক্তির মেয়াদ শেষ হবার আগে কেন তাকে বদলি করা হলো, তা নিয়ে নানা গুঞ্জন রয়েছে।