২০১৮ সালের মে মাসে মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় একটি নাটকে সর্বশেষ শুটিং করেছিলেন অভিনেত্রী কুসুম শিকদার। এর পর থেকে অভিনয়সহ অন্যান্য কাজ থেকেও বিরতিতে চলে গিয়েছিলেন তিনি।
১৭ জুন আবার তিনি ফিরলেন কাজে। তবে অভিনয়ে নয়, একটি ম্যাগাজিন অনুষ্ঠানে সেলিব্রিটি হিসেবে পারফরম করেছেন। এটির নাম ‘রঙ্গ ক্লাব’। মনিরুল হাসানের প্রযোজনায় নির্মিত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠানটি। কমেডি ধরনের অনুষ্ঠানটি প্রচার হবে চলতি মাসেই। এর পর ঈদের আরেকটি ম্যাগাজিন অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন তিনি। এগুলোর রেশ না কাটতেই নতুন আরেকটি খবর জানালেন তিনি। নতুন একটি একক গান নিয়ে হাজির হবেন শ্রোতাদের সামনে।
এ প্রসঙ্গে কুসুম শিকদার বলেন, গান করছি সেই ছোটবেলা থেকে। তবে বড় হয়ে অভিনয়ে ব্যস্ত হওয়ার কারণে গানের দিকটা অনেকটা চাপা পড়ে যায়। যেহেতু এখন অভিনয় করছি না, তাই এই সময়টায় নিজেকে গানের মধ্যে নিয়োজিত রেখেছি। ঈদের পর নতুন গান প্রকাশের কাজটি এগিয়ে নেব।