রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় এখনো কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সোমবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খবর রয়টার্স
আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি দরকার উল্লেখ করে পেসকভ বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্ভাব্য বৈঠকের ভিত্তি তৈরি হওয়ার জন্য আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি দরকার।
তিনি আরও বলেন, দুই প্রেসিডেন্টের মধ্যে একটি বৈঠকের কথা বলতে হলে, হোমওয়ার্ক করতে হবে। আলোচনা হতে হবে এবং ফলাফলে একমত হতে হবে বলে উল্লেখ করেন তিনি।
মস্কোর দাবি, ইউক্রেন অগ্রহণযোগ্য প্রস্তাব তুলে শান্তি আলোচনা স্থগিত করছে। অন্যদিকে আলোচনা করতে ইচ্ছুক বলে জানিয়েছে ইউক্রেন।