ফজলুল হক, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শাহেদ শাহরিয়ার চট্টগামে শপথ শেষে উপজেলা পরিষদে ছুটে আসেন। শপথ নিয়ে এসেই রাতে স্মার্ট বেগমগঞ্জ নির্মাণের ঘোষণা দেন তিনি।
বুধবার (১২ জুন)সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদের প্রাঙ্গণে এসে প্রথমেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এই সময় তিনি দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
পরে উপজেলায় প্রশাসনের সাথে পরিচয় ও মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি বলেন স্মার্ট বাংলাদেশের সাথে স্মার্ট বেগমগঞ্জ নির্মাণে আমি বদ্ধপরিকর। আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদের সাথে থেকে কাজ করতে চাই।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা হাফিজুল হক, উপজেলা প্রকল্প কর্মকর্তা আহম্মদ উল্যাহ সবুজ সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন ১৩নং রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশিদ ও ১০নং নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান টিপু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে প্রীতি ভোজের আয়োজন করা হয়।