আমার কাগজ ডেস্ক
লেবানন থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন ইসরায়েলি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ইসরায়েলের ভেতরে গিয়ে পড়েছে। এদের মধ্যে বিস্ফোরক বোঝাই একটি ড্রোনের আঘাতে একজন ইসরায়েলি গুরুতর আহত হয়েছে। খবর রয়টার্সের।
ইসরায়েলি চিকিৎসকদের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বৃহস্পতিবার (১১ জুলাই) পশ্চিম গ্যালিলের কিবুটজ কাবরির কাছে একটি বিস্ফোরক বোঝাই ড্রোনের আঘাতে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, লেবানন থেকে ইসরায়েলি আকাশসীমায় প্রবেশকারী বেশ কয়েকটি ড্রোন পশ্চিম গ্যালিলের অঞ্চলে গিয়ে পড়েছে। এ ছাড়া আরও কয়েকটি সন্দেহভাজন ড্রোন গ্যালিলির আকাশসীমায় গুলি করে ভূপাতিত করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
এর আগে গত মঙ্গলবার (১০ জুলাই) সন্ধ্যায় অধিকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন কাতিউশা রকেট ছুড়ে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ। তাদের রকেটের আঘাতে দুইজন ইসরায়েলি নিহত হয়। সিরিয়ার বৈরুত-দামাস্কাস মহাসড়কে ইসরায়েলি হামলায় একজন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হওয়ার জবাবে অধিকৃত এই অঞ্চলে এই হামলা চালায় ইরানপন্থী গোষ্ঠীটি।
গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। ইতোমধ্যে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মিত পাল্টাপাল্টি হামলা করে আসছে। হিজবুল্লাহ বলছে, ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদল হামাসের সমর্থনে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করছে। এসব পাল্টাপাল্টি হামলায় দুপক্ষের বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।