
আমার কাগজ ডেস্ক
সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপে অন্যায় কিছু হয়নি বলে ভারতের সুপ্রিম কোর্টের সম্প্রতিক রায়ের পর চীন বলছে, এই রায়ের জেরে লাদাখ নিয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। এ নিয়ে দেশ দুটির মধ্যে আবারো অস্বস্তি তৈরি হয়েছে।
রায়ের পর, বিতর্কিত জম্মু ও কাশ্মীর অঞ্চলের লাদাখের কিছু অংশের উপর চীন তাদের দাবিকে আরও শক্তভাবে প্রকাশ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ‘চীন কখনই ভারত কর্তৃক একতরফা ও অবৈধভাবে প্রতিষ্ঠিত তথাকথিত কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে স্বীকৃতি দেয়নি। এখানে চীনেরও অংশ আছে’।
ভারতীয় সংবাদ মাধ্যম দ্যা হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ লোপের পরেই সেটি ‘বেআইনি’ বলে দাবি করে আপত্তি জানিয়েছিল চীন। বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিংয়ের গলায় ফের সেই সুর শোনা গেল।
এর আগে, ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ লোপ করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ করায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার কোনো নিয়ম ভাঙেনি। ভারত সরকারের ওই পদক্ষেপে লাদাখ এবং জম্মু-কাশ্মীরকে আলাদা দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে।
এ প্রসঙ্গে চীনা মুখপাত্র বলেছেন, ‘অতীত ভুলে শান্তিপূর্ণভাবে এবং জাতিসংঘ সনদ, নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও প্রাসঙ্গিক দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী ঠিক ভাবে কাশ্মীরের সমাধান করা দরকার।’
২০২০-র জুনে লাদাখের গলওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে চীন ও ভারতের সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করে। সীমান্ত-প্রসঙ্গে সমাধান সূত্রের খোঁজে তার পর থেকে দু’দেশের সেনা এবং কূটনৈতিক স্তরে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। কিন্তু বিশেষ কোনো লাভ হয়নি।