আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধে মস্কোতে ঝটিকা সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। শনিবার ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি প্রথমে গোপনস রাখলেও পরে তা স্বীকার করে।
বেনেটের দপ্তর জানিয়েছে, ইউক্রেন সংকট নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কোতে ঝটিকা সফর করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে পুতিনের সঙ্গে আলোচনায় যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত পাওয়া গেছে কিনা তা জানায়নি বেনেটের দপ্তর।
রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রীর এক মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী বেনেট। গত দুদিনে এই নিয়ে তৃতীয় দফায় জেলেনস্কির সঙ্গে আলোচনা করেছেন তিনি।