
আমার কাগজ প্রতিবেদক
রাজধানীর কোতোয়ালী থানাধীন ইসলামপুরে বোন জামাইয়ের কাঁচির আঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সেলিম রাজা (৪০)। তিনি কাপড়ের ব্যবসা করতেন।
শনিবার দিনগত রাতে (৯ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। গত শুক্রবার (৭ মার্চ) বিকেলে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
সেলিম রাজা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নুরুল হক মুন্সির ছেলে। পুরান ঢাকা ইসলামপুরের আশেক লেনে পরিবার নিয়ে থাকতেন তিনি।
নিহতের বড় ভাই মো. রফিকুল ইসলাম জানান, সেলিম কাপড়ের ব্যবসা করতেন। টাকা-পয়সার লেনদেন নিয়ে ছোট বোন জামাই সুমনের সাথে তার মনোমালিন্য চলছিলো। এনিয়ে সম্প্রতি পারিবারিকভাবে আলোচনার জন্য বসলে সেখানে দুই জনের বিতণ্ডা হয়। এসময় বোন জামাই সুমন কাঁচি দিয়ে সেলিমকে আঘাত করে আহত করে।
পরে তাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিদ্ধিরগঞ্জে আগুনের ঘটনায় আরো এক মৃত্যু, মোট তিনসিদ্ধিরগঞ্জে আগুনের ঘটনায় আরো এক মৃত্যু, মোট তিন
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।