ময়মনসিংহ প্রতিনিধি:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সালনা বাজার থেকে উত্তরা পর্যন্ত বেহাল সড়কটি চলাচলের উপযোগী না করায় রবিবার থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ঢাকাগামী গণপরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি।
শনিবার বিকেলে গণপরিবহন বন্ধ রাখার বিষয়টি প্রচার করে ময়মনসিংহে মাইকিং করেছে মোটর মালিক সমিতি।
এর আগে গত ২ জানুয়ারি ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ১৫ জানুয়ারি মধ্যে সড়কের ওই অংশটি চলাচলের উপযোগী করা না হলে বাস ও ট্রাক বন্ধের হুশিয়ারি দিয়েছিল।
ওই সংবাদ সম্মেলনে ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির নেতারা জানান, বর্তমানে বাংলাদেশের নানা উন্নয়নমূলক কাজ হচ্ছে দ্রুত গতিতে। অথচ ময়মনসিংহ- ঢাকা মহাসড়কের গাজীপুর অংশে বেহাল সড়কটি চার বছর ধরে সংস্কার হচ্ছে খুব ধীর গতিতে।
ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা ও সম্পাদক সোমনাথ সাহা বলেন, শনিবার বিকালে ময়মনসিংহ বিভাগের শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলার পরিবহন নেতাদের সঙ্গে আলাপ করে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।