মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার শরীরচর্চা সোসাইটির বার্ষিক ফল উৎসব-২০২২ গতকাল শুক্রবার (১০ জুন) পৌর প্রবীনাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারের প্রবীণ আইনজীবী এডভোকেট বাবু অমূল্য কুমার ঘোষ প্রতিষ্ঠিত মৌলভীবাজার শরীরচর্চা সোসাইটির প্রতিবারের ন্যায় এবারও ফল উৎসব সম্পন্ন হয়েছে।
এতে অংশগ্রহণকারী প্রায় শতাধিক মৌলভীবাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন ভোরে এখানে শরীরচর্চা করেন।
অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক আব্দুল বাছিত চৌধুরী ও সাবেক কমিশনার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউসুফ আলী, শেখ মোহাম্মদ ইলিয়াস ও কাজী সিরাজুল ইসলাম চৌধুরীর পরিচালনায় এই ফল উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ আব্দুল আহাদ, মোঃ মুজিবুর রহমান, মোক্তাদির হোসাইন, আব্দুল গফফার বাবলু, আব্দুল মতিন, ফখরুল ইসলাম, শোয়েব আহমদ, প্রফেসর শাহ গিয়াস আহমদসহ প্রায় শতাধিক পুরুষ ও মহিলা অংশ গ্রহন করেন।