মোক্তাদির হোসাইন
মৌলভীবাজারে ইউনাইটেড ক্লাবের ত্রি-বার্ষিক (২০২৫-২০২৭) কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। গত শনিবার (১৮ অক্টোবর ২০২৫) ক্লাব কার্যালয়ে ক্লাবের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও আহমেদ ময়নুর পরিচালনায় কার্যকরী পরিষদ গঠন বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি রুমেল আহমদ, মোজাহিদুল ইসলাম, আবুল কাশেম বাবু ও ক্লাবের সদস্যবৃন্দ। দীর্ঘ সময় আলোচনা করে উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মাতক্রমে নিম্নে বর্ণিত সদস্যদের নিয়ে আগামী ২০২৫-২০২৭ সনের কার্যকরী পরিষদ গঠন করা হয়।
মোজাহিদুল ইসলাম সভাপতি, শেপন আহমেদ-সহ-সভাপতি,শিবলু আহমেদ-সহ- সভাপতি, আব্দুল বারী রাজু-সাধারণ সম্পাদক,
ইব্রাহিম বখশ-সহ-সাধারণ সম্পাদক, ফয়েজ। আহমেদ-সাংগঠনিক সম্পাদক, আব্দুল আজিজ সালমান-কোষাধ্যক্ষ, আহমেদ মিলাদ-ক্রীড়া সম্পাদক, রিয়াদ আহমেদ আবেদ-প্রচার সম্পাদক, নাজমুল ইসলাম-দপ্তর সম্পাদক, ইকবাল আহেমদ জনি- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, আব্দুস সামাদ সানি- সমাজ কল্যাণ সম্পাদক, তানজিল আহমেদ- পাঠাগার সম্পাদক।
পরিশেষে সভাপতি সাহেব কমিটির উত্তরোত্তর উন্নতি কামনা করে ও ক্লাবের সদস্য আব্দুল কাদির জিল্লুর মোনাজাতের মাধ্যমে সমাপ্তি করা হয়।
