মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার শরীরচর্চা সোসাইটির সদস্য মোঃ আজিজুর রহমানকে সম্বর্ধনা প্রদান করা হয়।
আজ বুধবার সকাল সাড়ে ৬টায় মৌলভীবাজার শরীরচর্চা সোসাইটির প্রবাসী সদস্য মোঃ আজিজুর রহমান বেলালকে সম্বর্ধনা প্রদান করা হয়।
আজিজুর রহমান বেলাল দীর্ঘদিন থেকে ইউকে প্রবাসী। তিনি দেশে আসলে মৌলভীবাজার শরীরচর্চা সোসাইটির প্রত্যাহিক ব্যায়াম অংশগ্রহণ করেন এবং দেশে থাকাকালীন সময়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন।
তিনি আজ সকালে শরীরচর্চা সোসাইটির উপস্থিত সদস্যদেরকে মামার বাড়ি রেস্টুরেন্ট আপ্যায়ন করান এবং শরীরচর্চা সোসাইটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউসুফ আলী, ব্যয়ামের প্রতিষ্ঠাতা এডভোকেট অমুল্য কুমার ঘোষ, বাছিত চৌধুরী, শেখ মোহাম্মদ ইলিয়াস, ফয়সল আহমদ, মাসুক মিয়া, মামুনুর রশীদ, এড হাবিবুর রহমান, আব্দুল হান্নান, মুরশেদ আলম, মোক্তাদির হোসাইন, মুজিবুর রহমান, আসমত আলী, হোসাইন আহমদ, লাল মিয়া, মীর সেলিম, সুয়েব আহমদ, ফখরুল ইসলাম, মোস্তফা জামাল চৌধুরী, সাদিকুর রহমান, আব্দুল মতিন, গিয়াস আহমদ, আব্দুল আহাদ, হাবিবুর রহমান চৌধুরী, আব্দুল কুদরত, রসিক আহমদ প্রমুখ।