জমকালো আয়োজনের মাধ্যমে ঘোষণা করা হয় গ্লোব সকারের বর্ষসেরা ফুটবলারের নাম। তবে আশ্চর্যের বিষয় হলো সেখানে সময়ের অন্যতম সেরা দুই তারকা ফুটবলার লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোদের নাম শোনা যায়নি। তাদের পেছনে ফেলে দুবাইয়ের গ্লোবাল সকার পুরস্কার জিতলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
গত মঙ্গলবার এমবাপ্পের হাতে বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি তুলে দেওয়া হয়। গ্লোব সকার অ্যাওয়ার্ডস-এর এই আয়োজনে পুরোপুরি সম্পৃক্ত ছিল স্প্যানিশ স্পোর্টস নিউজপেপার মার্কা। তবে, বিশ্বব্যাপী ৫ মিলিয়ন (৫০ লাখ) ভক্তের সরাসরি ভোটের মাধ্যমে সেরা নির্বাচন করা হয়।
টানা দ্বিতীয়বার এই পুরস্কার জেতার পর এমবাপ্পে বলেন, ‘দুবাইতে আসতে পারাটা অনেক বড় ব্যাপার, এখানে থাকা সব বড় খেলোয়াড়দের দেখতে পারাও। বড় কিংবদন্তি, ফুটবলের সব বড় নাম আছেন এখানে। এটা খুব বড় অর্জন। আমি আমার ক্লাব পিএসজিকে ধন্যবাদ জানাতে চাই আমার ওপর বিশ্বাস রাখায়। জাতীয় দলের সবাইকেও ধন্যবাদ আমাকে সাহায্য করায়।’
গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতলেন যারা
** ফান’স প্লেয়ার অব দ্য ইয়ার: রবার্ট লেওয়ানডস্কি
** প্লেয়ার অব দ্য ইয়ার (পুরুষ): কিলিয়ান এমবাপ্পে
** ম্যারাডোনা অ্যাওয়ার্ড: রবার্ট লেওয়ানডস্কি
** সর্বকালের সেরা গোলদাতা: ক্রিশ্চিয়ানো রোনালদো
** বর্ষসেরা জাতীয় দল: ইতালি
** বর্ষসেরা এজেন্ট: ফেডেরিকো পাস্তোরেলো
** বর্ষসেরা ক্লাব: চেলসি
** বর্ষসেরা ডিফেন্ডার: লিওনার্দো বোনুচ্চি
** বর্ষসেরা গোলরক্ষক: জিয়ানলুইজি ডোনারুমা
** বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা
** বর্ষসেরা নারী ফুটবলার: আলেক্সিয়া পুটেলাস
** ইনোভেশন অ্যাওয়ার্ড: সিরি-আ।