বাজিতপুর প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান উজ্জ্বলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২০ সালের ৭ এপ্রিল মৃত্যুবরণ করেন।
মাহমুদুর রহমান উজ্জ্বলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলহাজ্ব মজিবুর রহমান মঞ্জু স্মৃতি সংসদের আয়োজনে কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়া মরহুমের পরিবার, বন্ধুমহল ও রাজনৈতিক শুভাকাঙ্খীদের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, মাহমুদুর রহমান উজ্জ্বল বাজিতপুর-নিকলী আসনের সাবেক সংসদ সদস্য মো. মজিবুর রহমানের মঞ্জুর বড় ছেলে।