বিনোদন ডেস্ক
মানবকল্যাণ ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় কম্বাইন্ড হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. নাসির উদ্দিন ভুইয়াকে ট্রাব অ্যাওয়ার্ড ২০২৪ এ ভূষিত করা হয়। সম্প্রতি রাজধানীর বিজয়নগরস্থ হোটেল অরনেটে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ট্রাব কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। উদ্বোধক ছিলেন চলচ্চিত্র জগতের জীবন্ত কিংবদন্তি কাজী হায়াত। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি বীরমুক্তি যোদ্ধা মীর হাসমত আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করে করেন সংগঠনের সভাপতি কাদের মনসুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাবের সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর।
ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক শফি উদ্দীন অপু। সার্বিক সহযোগিতায় ছিলেন আপনার স্বাস্থ্য-এর ব্যবস্থাপনা সম্পাদক জহুরুল আলম জাবেদ।