মাদারীপুর থেকে নাজমুল কবীর
মাদারীপরে বেপরোয়া মাইক্রোবাসের চাকায় পৃষ্ঠ হয়ে তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রী আয়শা খাতুম (৯) নিহত হয়েছে। এবং বাবা জাহাঙ্গীর মাতুব্বর ও ৪ বছরের ভাই রাফফান আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে মাদারীপুর পৌরসভার পানিছত্র-চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজ বাড়ি মহিষেরচর থেকে ছোট ভাই রাফফান ও বাবা জাহাঙ্গীর মাতুব্বরের সঙ্গে ভ্যানে পাশের জাগরণী ফাউন্ডেশন পরিচালিত স্কুলে যাচ্ছিল আয়েশা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দেয়। ধাকায় ভ্যান উল্টে আয়েশা, জাহাঙ্গীর ও সঙ্গে থাকা রাফফান গুরুতর আহত হয়। স্থানীয়রা লোকজন তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, গুরুতর অবস্থায় আয়শা রাফফানও জাহাঙ্গীরকে হাসপাতালে নিয়ে আসার কিছু সময় পরে আয়েশা মারা যায়। এ ছাড়া তার ভাইকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, বাবা শঙ্কামুক্ত।
এদিকে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।