মাদারীপুর থেকে নাজমুল কবীর:
মাদারীপুরে পুলিশের অভিযানে ৯৪ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে এক মাদক ব্যবসায়ী।
মাদারীপুর জেলার শিবচর থানার গুয়াতলা এলাকা থেকে শনিবার পুলিশ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন গোমস্তা (৩৮)। তার কাছ থেকে ৯৪ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে।
শিবচর থানার অফিসার ইনচার্জ জানান, থানা পুলিশের একটি দল দৈনিক মাদক উদ্ধার অভিযান চালাচ্ছিল, তখন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, শিবচর পৌরসভার গুয়াতলা নামক স্থানে মাদক (ইয়াবা) বেচা কেনা হচ্ছে। সংবাদ পেয়েম পুলিশ গুয়াতলায় অভিযান চালিয়ে হাতেনাতে গিয়াস উদ্দিন গোমস্তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে শিবচর সদর থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন গোমস্তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।