মাদারীপুর প্রতিনিধি
বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি ঘোষিত তৃতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সফল করার লক্ষে বিক্ষোভ মিছিল করেছে মাদারীপুর জেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু।
মিছিলটি মাদারীপুর শরিয়তপুর চাঁদপুর হাইওয়ে মাদারীপুর কে আই হসপিটালের সামনে থেকে শুরু করে মাদারীপুর পোস্ট অফিসের মোড়ে শেষ হয়।
এতে অংশ নেন মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, মাদারীপুর জেলা কৃষক দলের আহবায়ক ওলিউর রহমান দর্জি, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আরিফুল ইসলাম দুলাল, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রুমান, যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম মিলন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মারুফ খান, টিপু মজুমদার, জেলা যুবদলের নেতা জামাল হাওলাদার, ইকবাল গৌড়া, মীর হোসেন, ইকবাল ফরাজি,জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক নাসির খান,সদর পৌর যুবদলের সদস্য সচিব কামরুল হাসান, শিবচর উপজেলা যুবদলের নেতা জসিম মৃধা, অনিক শেখ, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মস্তফা শিকদার,সদর উপজেলা ছাত্র দলের নেতা মঈন খান, সদর পৌর ছাত্র দলের নেতা মিল্লাত মোল্লা প্রমুখ।
উপস্থিত নেতারা বলেন, আন্দোলন ঠেকাতে সরকার দলীয় ক্যাডারদের সঙ্গে নিয়ে প্রশাসনের লোকজন বিএনপি নেতা-কর্মীদের বাসাবাড়িতে অভিযান চালিয়ে হয়রানি করে যাচ্ছে। দেশের সাধারণ জনগণ তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করছেন। আন্দোলনের মধ্যে দিয়ে এ অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
তারা বলেন এই অবরোধের মাধ্যমে সরকারের শুভ বুদ্ধি উদয় না হলে আগামীতে আরো কঠোর থেকে কঠোরতর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে ছাড়বো ইনশাআল্লাহ।
Related Stories
February 5, 2025 12:08 AM
February 4, 2025 5:10 PM