মাদারীপুর থেকে নাজমুল কবীর:
মাদারীপুরের রাজৈর উপজেলার থানার মোড়ের কুঠিবাড়ী এলাকায় সানেরপাড় – শ্রীনদী মহসড়কে একটি নসিমনের (ইঞ্জিনচালিত ভ্যান) ধাক্কায় কোয়েল নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে। সে রাজৈর উপজেলার কুঠিবাড়ী গ্রামের নূরুল ইসলাম শেখের মেয়ে।
বুধবার দুপুর ১২ টার দিকে ব্রাক স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী কোয়েলের স্কুল ছুটি হলে শিশুটি রাস্তা পার হওয়ার সময় বেপোরয়া নসিমনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন, কোয়েল দুপুর ১২ টার দিকে স্কুল ছুটির পর বাড়িতে আসার জন্য রাস্তা পার হচ্ছিল । এ সময় একটি নসিমনের সাথে তার ধাক্কা লাগে। এতে কোয়েল রক্তাক্ত জখম হয়। পরে তাকে দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।