
আমার কাগজ প্রতিবেদক
সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে। চলবে আগামী ১১ জুন পর্যন্ত। তাই কর্ণফুলী নদীর তীরে সারিবদ্ধভাবে নোঙর করে রাখা হয়েছে মাছ ধরার ট্রলার। এ সময় জেলেরা অনেকটা অলসভাবে সময় পার করছেন। কেউ কেউ নিজেদের জাল মেরামত ও তৈরিতে এই সময় পার করছেন। আবার কেউ ট্রলার মেরামত করছেন। মাছ ধরা শুরু হলে যেন কোনো সমস্যায় পড়তে না হয়, সেই প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।