
নাটোর প্রতিনিধি
নাটোরের বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (১৭ সেপ্টেম্বর) নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে নাটোর থেকে একটি মাইক্রোবাস বগুড়া অভিমুখে যাচ্ছি। এ সময় মাইক্রোবাসটির পথ রোধ করে দাঁড়ায় একদল দুর্বৃত্ত। পরে মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় মুহূর্তে মাইক্রোবাসটি আগুনে পুড়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ওসি নাসিম আহমেদ জানান, রোববার সকালে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ঘটনার তদন্ত চলছে। তদন্ত না করে এ বিষয়ে কিছুই বলা সম্ভব হচ্ছে না। তবে পুড়ে যাওয়া মাইক্রোবাসটির চালককে খোঁজা হচ্ছে।