মাদারীপুর থেকে নাজমুল কবীর
বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক মহানবী (সা:) ও আয়েশা (রাঃ)-কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুন) জুমাবাদ রাজৈর উপজেলা স্থানীয় মুসল্লীদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে মিছিলটি রাজৈর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান হইতে আরম্ভ করে রাজৈর বাজার থানার মোড় হয়ে উপজেলা চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন মহানবী (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলাম বিদ্বেষী কুলাঙ্গারদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
‘ভারতীয় দুই কুলাঙ্গারের এরকম বক্তব্যে আমরা তীব্র নিন্দা জানাই। বিজেপি নেতাদের বক্তব্য ভারতীয় উপমহাদেশ সহ গোটা বিশ্বের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের একটি পায়তারা। আমরা মুসলিম বিশ্ব এক বিন্দু রক্ত থাকতে তা মেনে নিব না। বিক্ষোপ মিছিলে ধর্মপ্রান মুসল্লিরা অংশ গ্রহণ করে।