
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
দুর্ঘটনাটি শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে ঘটে।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানিয়েছেন, ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ ইতোমধ্যে দুর্ঘটনায় ব্যবহৃত উভয় বাস জব্দ করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।