রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ঝাঁঝ ছড়িয়েছে পুরো বিশ্বে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে হাল ছাড়েননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এজন্য তার খ্যাতি সারাবিশ্বে। এবার তার খ্যাতির প্রতিফলন দেখা গেল ভারতেও।
বুধবার ভারতের বাজারে এলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নামে চা। অ্যারোমিকা টি সিটিসি টি-এর নামকরণ হয়েছে তার নামে (জেলেনস্কি চা)।
জেলেনস্কির বীরত্ব ও সাহসিকতাকে সম্মান জানাতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। খবর এনডিটিভির।
অ্যারোমেটিক টি-এর ডিরেক্টর রঞ্জিত বড়ুয়া সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, বুধবার ‘জেলেনস্কি’ ব্র্যান্ড চা লঞ্চ করা হয়েছে। এটি একটি কড়া আসাম সিটিসি চা।
তিনি আরও বলেন, মূল ধারণাটি হল ইউক্রেনের রাষ্ট্রপতির বীরত্ব ও সাহসকে সম্মান জানানো যিনি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। জেলেনস্কি বলেছিলেন যে তার একটি পালানোর প্রয়োজন নেই, তবে গোলাবারুদ দরকার। এটি তার চরিত্রকে দেখায়।আর আমরা তার চরিত্র, বীরত্ব এবং আসামের চায়ের মধ্যে একটি সাদৃশ্য আঁকতে চেষ্টা করছি।