জহুরুল আলম জাবেদ
ভারতের বাঁধকেন্দ্রিক অপরাজনীতির প্রতিবাদে জনসচেতনতার লক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (০১ সেপ্টেম্বর) সকালে উপজেলা ইমাম-উলামা পরিষদ পাকুন্দিয়ার উদ্যোগে পৌর সদর ঈদগাহে মাঠে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা রশিদ আহমাদ জাহাঙ্গীর হোসাইনী। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইমাম-উলামা ও মাদরাসা শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মুফতি শফিকুল ইসলাম হবিগঞ্জী ও মাওলানা সাইফুল্লাহ মুহাম্মদ তারেকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা ইমাম উলামা পরিষদের সিনিয়র সভাপতি মাওলানা ইদরিস আলী, সহ-সভাপতি মাওলানা শহীদুল্লাহ, সেক্রেটারি মুফতি যোবাইর আহমাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি শরীফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মো: কামাল উদ্দিন ও আতিকুর রহমান মাসুদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ভারত পরিকল্পিতভাবে আমাদের ওপর আগ্রাসন চালাচ্ছে। ফ্যাসিবাদী হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রেখে বাংলাদেশবিরোধী বিভিন্ন চুক্তি করেছে। সম্প্রতি বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে কৃত্রিম বন্যা সৃষ্টি করেছে। কোটি কোটি মানুষকে সর্বশান্ত করে দিয়েছে। আমরা ভারতের আগ্রাসন থেকে মুক্তি চাই।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইমাম-উলামা পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেইটের সামনে গিয়ে শেষ হয়।
Related Stories
February 4, 2025 2:55 PM
February 4, 2025 2:50 PM