আমার কাগজ ডেস্ক
ঢাকা বোট ক্লাবের ২০২৪-২৫ সালের অর্থ উপ-কমিটির সদস্য হয়েছেন মো. কামরুল হুদা চৌধুরী (জামান)। গত ৯ অক্টোবর ক্লাবের সভাপতি নাসির মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বোট ক্লাব লিমিটেডের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক মো. কামরুল হুদা চৌধুরী (জামান)-কে ক্লাবের ২০২৪-২৫ সালের অর্থ উপ-কমিটির সদস্য করা হলো।
ক্লাবের অর্থ উপ-কমিটির সদস্য হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন কামরুল হুদা চৌধুরী (জামান)। তিনি বলেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাই ঢাকা বোট ক্লাবের সভাপতি নাসির মাহমুদকে, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য। তাঁর নেতৃত্বে ক্লাবটি সফলতার শীর্ষে পৌঁছাবে এই প্রত্যাশা রাখি। সেই সাথে কমিটির অন্যান্য সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’