
আমার কাগজ প্রতিবেদক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) তিন দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। একাডেমিক কাউন্সিলে আলোচনার মাধ্যমে পরবর্তীতে স্নাতক পর্যায়ের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে বুধবার লং মার্চ কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীদের মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে শিক্ষার্থী, পুলিশ মিলিয়ে কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আগের তিন দফা দাবির সঙ্গে নতুন করে আরও দুটি দাবি যুক্ত করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়।
গতকাল রাত সাড়ে ১০টায় এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সংগঠক জুবায়ের আহমেদ।
বুধবারের সংঘর্ষের পর রেলভবনে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন দুই উপদেষ্টা। এছাড়া ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রাতে শাহবাগের শিক্ষার্থীদের জমায়েতে গিয়ে দুঃখ প্রকাশ করেন। পরে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে গেলেও বৃহস্পতিবার সব প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠান কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন। তাদের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার কোনো প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বা পরীক্ষা হচ্ছে না।