বিনোদন ডেস্ক
বিমানে ভয়াবহ দুর্ঘটনার মুখ থেকে ফিরেছেন বর্তমান সময়ের সংগীতশিল্পী তাশরীফ খান। শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন তিনি।
মূলত, এদিন একটি অনুষ্ঠানে অংশ নিতে পঞ্চগড় গিয়েছিলেন এই গায়ক। সেখান থেকে সৈয়দপুর হয়ে ঢাকা ফিরছিলেন তিনি। ফেরার সময় মাঝ আকাশে ঝড়ের কবলে পড়ে তাশরীফদের বহনকারী বিমান।
যেই ভয়াবহ অভিজ্ঞতার গল্পই নিজের ফেসবুকে শেয়ার করেছেন তাশরীফ। এই গায়কের ভাষ্য, ‘পঞ্চগড় থেকে সৈয়দপুর হয়ে ঢাকা ফেরার সময় নভোএয়ারের রাত ৯টার ফ্লাইটে আমরা ঝড়ের কবলে পড়ি। মাত্র ৪-৫ সেকেন্ডে বিমান বড় দুইটা ঝাঁকি খেয়ে ৪৫০০ ফিট নিচে নেমে যায়। যাত্রীরা অনেকেই কান্নাকাটি করেছেন এবং অনেকেই কালিমা পাঠ করেছেন, কেউ কেউ সুরা পাঠ করছিলেন। আল্লাহর দয়া এবং পাইলটের দক্ষতার কারণে শেষ রক্ষা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্লেনে যারা চলাচল করেন, দয়া করে আবহাওয়ার আপডেট চেক করে ফ্লাইট বাছাই করবেন। দুর্বল হার্টের মানুষ কেউ বিমানে থাকলে আজকে অনেক বড় বিপদ হতে পারতো। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক!’
এদিকে তাশরীফের এই স্ট্যাটাসে ভক্তরাও প্রিয় গায়ককে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন। তাদের নানা মন্তব্যের জবাবে তাশরীফ খান জানিয়েছেন, তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।
নানা কারণে আলোচিত তাশরীফ খান। শুধু গানের কারণেই ভক্ত-শ্রোতার সংখ্যা সৃষ্টি করেননি, বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
বিশেষ করে ২০২২ সালে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন। যা মুহূর্তেই ভাইরাল হয়। সহায়তায় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনা ও প্রশংসায় ভাসেন তাশরীফ।