আসছে ২১ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসর। চলতি টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে প্রতিনিধিত্ব করবেন ক্যারিবীয় বোলিং অলরাউন্ডার ডুয়াইন ব্রাভো। বিপিএলে অংশ নিতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছে গেছেন এই তারকা ক্রিকেটার।
ঢাকায় পৌঁছানোর পর এক ভিডিও বার্তায় ব্রাভো বলেন, ‘হ্যালো গাইজ, চ্যাম্পিয়ন এসে গেছে। আমি বিপিএলে বরিশালের হয়ে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ফরচুন বরিশালের হয়ে খেলার জন্যই আমি এখন ঢাকায়।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও বিপিএলে নিয়মিত মুখ ব্রাভো। এর আগে ঢাকা ডাইনামইটস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন তিনি। ফরচুন বরিশালের আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন সাকিব আল হাসান।
বিপিএল ফরচুন বরিশালের স্কোয়াড:
দেশি ক্রিকেটার: সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন, ইরফান শুক্কুর।
বিদেশি ক্রিকেটার: মুজিব উর রহমান, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, ওবেদ ম্যাককয়ে, আলজারি জোসেফ, নিরোশান ডিকওয়েলা।