
আমার কাগজ ডেস্ক
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে মো. আলী হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে ছিলেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব পদে গত ৫ সেপ্টেম্বর নিয়োগ পাওয়া মো. আব্দুস সবুর মণ্ডলের পদায়নের আদেশটি বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সচিব পদোন্নতির আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডির দায়িত্বে ছিলেন আব্দুস সবুর মণ্ডল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পদায়নের আদেশ বাতিল হওয়ায় তিনি আগের পদেই অর্থাৎ এপিডি হিসেবে দায়িত্ব পালন করবেন। তাকে নতুন কোনো মন্ত্রণালয় কিংবা বিভাগে পদায়ন করবে সরকার।
প্রশাসনে গুঞ্জন রয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান নতুন সচিব আব্দুস সবুর মণ্ডলকে নিতে রাজি হননি। এ কারণে সবুর মণ্ডলের আদেশ বাতিল করা হয়েছে।