আমার কাগজ প্রতিবেদক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি বলেছিল নির্বাচন করতে দেবে না, আমরা স্বাচ্ছন্দ্যে নির্বাচন করেছি। নির্বাচনে বিএনপি যতটা ভেবেছিল সে রকম কোনো সংঘাত হয়নি। নির্বাচনের টার্ন আউট হয়েছে ৪২ দশমিক ৮। আর কি টার্ন আউট হবে? তারা এত বড় দলের দাবি করে, তাদের অনুরোধ কিন্তু জনগণ শোনে না। জনগণ তাদের কথায় কান দেয়নি। তাদের বারণে কেউই মাথা ঘামায়নি। এখন তারা নিজেরাই নিজেদের মনের শান্তির জন্য, মনের সুখের জন্য আবোল তাবোল কথা বলে। এটা তাদের মনের সুখ।’
আজ মঙ্গলবার সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘তারা বলেছে নির্বাচন করতে দেবে না, আমরা তো নির্বাচন ভালোভাবেই করে ফেললাম। ভয়টা আর কোথায় রইল? তারা ভয়ের কোনো কারণ না। তারা আতঙ্ক সৃষ্টি করে, গুপ্তহত্যা, গুপ্ত আক্রমণ, অগ্নিসন্ত্রাস করে। এই যে ট্রেনে মা ও সন্তানকে পুড়িয়ে মারল, তারা (বিএনপি) কে কি করল সেটা নিয়ে আমরা মাথা ঘামাই না।’
‘একটি সংসদ বহাল থাকায় আরেকটি সংসদের শপথগ্রহণ সম্পূর্ণ অসাংবিধানিক এবং এজন্য আওয়ামী লীগকে শাস্তি পেতে হবে’ এমনটি দাবি করা হয়েছে- এ বিষয়ে আপনার মত কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সংবিধানের কোথায় আছে যে, এই সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে। নির্বাচন আগামও করা যায়। আমাদের সময় ছিল ২৯ তারিখ, আমরা ৭ তারিখে করে ফেলেছি। এটা ইচ্ছা করলে যেকোনো গণতান্ত্রিক সরকার করতে পারে। সব দেশেই আগাম নির্বাচনের রেওয়াজ আছে। এখানে শাস্তির কি হলো? আমরা ৭ তারিখে নির্বাচন করেছি। তো নির্বাচন করে কি আমরা বসে থাকব শপথ নেওয়া জন্য?’