
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর প্রেস ক্লাবের সভাপতি লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ কমরেড মো. রফিকুল ইসলামের ৬৭তম জন্মদিন পালিত হয়। কমরেড রফিকুল ইসলামের জন্মদিন উপলক্ষে বাজিতপুর প্রেসক্লাবে স্থানীয় লেখক, কবি সাহিত্যিক, শিক্ষক, আইনজীবী, সাংবাদিকগণ এক আলোচনা সভা আয়োজন করে।
আলোচনা সভায় অধ্যাপক ইন্দ্রজিত দাসের সভাপতিত্বে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন- লেখক কবি শিক্ষক অধ্যাপক ওয়াহিদুজ্জামান, অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল, অধ্যাপক ফারুক আহমেদ, অধ্যাপক আজিজুল রমিজ, শিক্ষক সমিতির নেতা সহকারী প্রধান শিক্ষক বজলুর রহমান, এডভোকেট কাজী মঞ্জুরুল হক, এডভোকেট জাহাঙ্গীর আলম সুমন, কবি লেখক, শিক্ষক শামসুল হক, কবি সাংবাদিক শিল্পী বনিক, সাংবাদিক মহিউদ্দিন লিটন, সাংবাদিক খলিলুর রহমান, সাংবাদিক সাব্বির আহমদ মানিক, সাংবাদিক সলিমুল্লাহ, সাংবাদিক কবি হোসেন মাহবুব কামাল, সাংবাদিক প্রকাশক জহিরুল ইসলাম কাজল প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন কবি-সাহিত্যিক সাবেক ব্যাংক কর্মকর্তা লেয়াকত আলী নান্টু।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বাজিতপুর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম বলেন, সমাজে প্রতিটি মানুষেরই শত্রু এবং বন্ধু থাকে। তবে আমার ধারণা যে কোনো মানুষের বন্ধুই বেশি থাকে। যেমন সমাজের ভালো মানুষের সংখ্যাই বেশি। কিছু খারাপ মানুষ সমাজকে নষ্ট করে। কারণ ভালো মানুষগুলো অসংগঠিত, আর নষ্টরা সংগঠিত। ফলে নষ্টদের দাপটে ভালো মানষগুলো চুপ চাপ থাকে। যাই হোক যে কথাটা বলতে চেয়েছি, সেটা হলো আজকে আমার জন্মদিনে আপনাদের উপস্থিতি এবং ভালোবাসা আমাকে অনেকটাই আবেগাপ্লুত করেছে। আমাকে এভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোয় আপনাদের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি।