কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও বাজিতপুর সরকারি কলেজের সাবেক জিএস আসাদুজ্জামান রাহুল (৪২) ইন্তেকাল করেছেন। আজ রবিবার সকাল দুপুর পৌনে ১২টায় রাজধানীর আগারগাও শের-ই-বাংলানগরে অবস্থিত নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আসাদুজ্জামান রাহুল বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের বড়বাড়ির কৃতি সন্তান।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বাজিতপুর ঐতিহাসিক ডাকবাংলা মাঠে অনুষ্ঠিত হবে।
সাংসদ আফজালের শোক: আসাদুজ্জামান রাহুলের অকাল মৃত্যুতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আফজাল হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপ শোক জানিয়েছেন বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।