মো. ফারুক
কিশোরগঞ্জের বাজিতপুরে সরকারি কলেজ মাঠে ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারের উদ্বোধন করা হয়। আজ শনিবার (১৮ জুন) দুপুর পৌনে ১২টায় কলেজ মাঠে অডিটোরিয়ামের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ, বাজিতপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান মিয়া, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মোরশেদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এ্যাড. আব্দুর রহমান বোরহান ও জাকির হোসেন বাতেন প্রমুখ।
জানা গেছে কিশোরগঞ্জ জেলা পরিষদের বাস্তবায়নে এ অডিটোরিয়ামের নির্মাণ ব্যয় ধরা হয় ৪ কোটি ৪৫ লাখ ৭৬ হাজার ৪০৫ টাকা।
এর আগে একই দিন সকাল ১১টায় উপজেলার দিলালপুর ইউনিয়ন পরিষদের বাহেরনগর লাইকার ব্রীজের কোণা হতে (ভায়া বাগপাড়া) পর্বত্য খালের ব্রীজ পর্যন্ত সড়ক উন্নয়নের উদ্বোধন করা হয়। এ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান ও কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।
জেলা পরিষদের বাস্তবায়নে ৫০০ মিটার আরসিসিসহ এ কাজের চুক্তিমূল্য ধরা হয় ১ কোটি টাকা।