বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫ দিনব্যাপী বাসন্তী দূর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। পদ্মশ্রী সংঘের উদ্যোগে হরিসভায় প্রথমবারের মতো ষষ্ঠী থেকে দশমী পদ্মশ্রীর বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়।
৭ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ১১ এপ্রিল সোমবার পর্যন্ত ৫ দিনব্যাপী এ বাসন্তী দুর্গোৎসবে অংশ নেন বাংলাদেশ পূজা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, বাজিতপুর উপজেলা শাখার সভাপতি কৃষ্ণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সুকন দত্ত, শ্রী শ্রী হরিসভার সাধারণ সম্পাদক দেবদুলাল দাস, শ্রী শ্রী হরিসভার সাবেক সভাপতি অধ্যাপক ইন্দ্রজিৎ দাসসহ সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য নেতৃবৃন্দ।
পদ্মশ্রীর সভাপতি রতন চন্দ্র দে (শিক্ষক)-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পার্থ চন্দ্র দাসের উপস্থাপনায় নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন।