মোহাম্মদ খলিলুর রহমান
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলী ঘাটে সড়ক ও জনপথ বিভাগের ফেরি সার্ভিস চালক ও সহকারীদের উপর দুর্বৃত্তদের ন্যাক্কারজনক হামলার অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার রাতে এ ঘটনায় হামলার শিকার হন রাকিব হোসেন মুন্না, আলাউদ্দিন, মুস্তফা ও তোফাজল হোসেন। হামলার শিকার একজন জানিয়েছেন দুর্বৃত্তরা তাদেরকে হাত-পা-মুখ বেঁধে নৌকা করে আছানপুর চরে দিয়ে মারধর করেন। দুর্বৃত্তরা তাদেরকে শাসিয়ে বলে যান, তোরা এখানে ফেরী চলাচল বন্ধ কর, নাহলে তোদের কপালে খারাপি আছে।
এ ঘটনায় বাজিতপুর থানা পুলিশ ৩ জনকে আটক করার কথা নিশ্চিত করেছে। তারা হলেন পাটুলী গ্রামের জাকির হোসেন ও জুয়েল দাস, ভৈরবের আনোয়ার হোসেন।
হামলার ঘটনার পর থেকে দীর্ঘ ১২ ঘণ্টা ফেরী ও নদী পারাপারে নৌকা চলাচল বন্ধ থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন বাজিতপুর, অষ্টগ্রাম, মিঠামইনের হাজার হাজার যাত্রী।
পরবর্তীতে গতকাল বুধবার বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন ও বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদ জামান বিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর ফেরী চলাচল স্বাভাবিক হয়। ফেরী চালু হওয়ায় সাধারণ মানুষ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং জড়িতের শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, বাজিতপুর উপজেলার ঘোড়াউত্রা নদীতে সড়ক ও জনপথ বিভাগের ফেরি সার্ভিস আনুষ্ঠানিকভাবে শুরু হয় গত বছরের ৫ ডিসেম্বর। এ ফেরি চালু হওয়ায় বাজিতপুর, অষ্টগ্রাম, মিঠামইনের হাজার হাজার জনগণ অত্যন্ত আনন্দিত হয়।
স্থানীয়দের কয়েকজন জানিয়েছেন, পাটুলী ঘাটে ফেরি চালু হওয়ায় পর থেকে এ ঘাটে দীর্ঘদিন ধরে অনৈতিক সুবিধা ভোগ করে আসা কিছু মানুষ সহ্য করতে পারছে না। তারাই ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ তুলছেন ভুক্তভোগীরা।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ জামান জানান, এই হামলার ঘটনায় বাজিতপুর থানায় একটি মামলা হয়েছে। তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। ফেরি ও নৌ চলাচল স্বাভাবিক রয়েছে।
Related Stories
February 5, 2025 12:08 AM
February 4, 2025 5:10 PM