কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মৎস্য প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঐতিহাসিক ডাক বাংলোর মাঠে এ প্রদর্শনী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মোরশেদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক ও বাজিতপুর প্রানীসম্পদ কর্মকর্তা।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
মেলায় বিভিন্ন প্রজাতির পশু ও উৎপাদিত পণ্যের বেশ কয়েকটি স্টল বসে। এসব স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও দর্শনার্থীরা। আলোচনা শেষে মেলায় অংশগ্রহণকারী খামারী মালিকদের মাঝে শ্রেষ্ঠত্বের ক্যাটাগরি অনুযায়ী পুরস্কার বিতরণ করা হয়।