বাজিতপুর প্রতিনিধি:
কিশোরগঞ্জের বাজিতপুরে শারদীয় দূর্গাপূজা উদযাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ শুভেচ্ছা উপহার হিসেবে হিন্দু কল্যাণ ট্রাস্ট কর্তৃক চেক প্রদান করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় বাজিতপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল।
বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. মোরশেদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক, বাজিতপুর চেম্বার অব কমার্সের সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম গোলাপ, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন কুমার পাল, বাজিতপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি পদ্ম লোচন ধর।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাজিতপুর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কৃষ্ণ চন্দ্র দাস এবং অনুষ্ঠান পরিচালনা করেন বাজিতপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুখন চন্দ্র দত্ত।