মো. ফারুক
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পৌরশহরের ঐতিহাসিক ডাকবাংলোর মাঠে এক বিশাল ইসলামী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাবারকান্দি হুজ্জাতুল ইসলাম যুব সংগঠনের উদ্যোগে এ ইসলামী মাহফিল গতকাল বুধবার বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খতীবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, টিভি উপস্থাপক ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং ক্লিন ইমেজের তরুণ রাজনীতিবিদ আবদুল্লাহ আল মনসুর রিপন।
বাজিতপুর রাবারকান্দি মার্কাজ মসজিদের হাফেজ মাওলানা মুফতি নাঈমুর রহমানের সভাপতিত্বে বিশেষ মেহমান ছিলেন ঢাকার ডেমরার জামিয়া ইসলামীয়া মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা আশরাফ আলী মাদানী।
এছাড়া আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি বাজিতপুর শাখার ছদর হযরত মাওলানা হাবিবুর রহমান, দিলালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা শফিকুল ইসলাম আজিজী, চিনিয়ারচর হাজী আব্দুল কবির হাফিজিয়া নূরানী মাদরাসা মুহতামিম হযরত মাওলানা বোরহান উদ্দিন হাকিমী এবং বাজিতপুর দেওয়ানী আদালত জামে মসজিদের খতীব হযরত মাওলানা ওয়ায়েজ উদ্দিন।
মাহফিল পরিচালনা করেন বাজিতপুর উপজেলা মুজাহিদ কমিটির সদস্য হাফেজ শরিফুল ইসলাম লিমন।
মাহফিলে বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার লোকের সমাগম ঘটে।
উল্লেখ্য, মাহফিলে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি আসতে পারেননি।