মো. ফারুক
কিশোরগঞ্জের বাজিতপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুন) বিকেল ৪টায় বাজিতপুর সরকারি কলেজ চত্বরে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আফজাল হোসেন।
সভায় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া, উপজেলা আওয়াম লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রকিবুল হাসান শিবলী, বাজিতপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন আশরাফ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম, আওয়ামী লীগ নেতা শওকত আকবর, উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুল হক, রেজাউল কবির খান কাসেদ, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আ কা ম গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক।
এছাড়া স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।