আমার কাগজ প্রতিবেদক
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নতুন কমিটি গঠন সংবাদটি সত্য বলে নয় জানিয়েছেন সংগঠনটি সভাপতি মো. নজরুল ইসলাম।
গতকাল সোমবার (২৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি মো. নজরুল ইসলাম বলেন, ‘গত ২৫ জানুয়ারি ২০২৫ রবিবার সন্ধ্যা ৬.৩০টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা এসোসিয়েশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সভায় এসোসিয়েশনের সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়। এসোসিয়েশনের নতুন কমিটি গঠন সংক্রান্ত সিদ্ধান্ত এ সভায় গ্রহণ করা হয়নি। নতুন কমিটি গঠন সংক্রান্ত একটি সংবাদ কোন কোন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা সত্য নয়।’
