
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত প্রায় ৭০ জন অতিরিক্ত সচিব।
শুক্রবার (২৬ এপ্রিল) বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায় পদোন্নতিপ্রাপ্ত বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তারা।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল যুগ্মসচিব পদমর্যাদার ১২৭ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।