আমার কাগজ প্রতিবেদক
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে শিগগির পদোন্নতি হতে পারে। গতকাল বৃহস্পতিবার সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।
জানা গেছে, অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে পদোন্নতির জন্য ১২, ১৫, ১৬, ১৭ ও ১৮ ব্যাচের বঞ্চিত কর্মকর্তাদের বিবেচনা করা হয়েছে। সব মিলিয়ে ৮২ জন পদোন্নতি পেতে পারেন। আগামী দু’একদিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।