আমার কাগজ প্রতিবেদক
জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর ড. এ কে এম শাহাবুদ্দিনকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পৃথক আদেশে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. কামরুজ্জামান এনডিসিকে সচিব পদে পদোন্নতি দিয়ে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) তসলিশা কানিজ নাহিদা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (সচিব) মো. আমিন উল আহসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলিপূর্বক নিয়োগ দেয়া হয়েছে।
