
আমার কাগজ প্রতিবেদক
অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার (এসপি) হলেন ১৯ পুলিশ কর্মকর্তা। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত আছেন।
তাতে বলা হয়েছে, বিসিএস পুলিশ ক্যাডারের ১৯ কর্মকর্তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হলো। তাদের সবাইকে পূর্বের তারিখ দেখিয়ে পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার শাহনাজ বেগম, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের সিকদার, ডিএমপির মো. মইনুল হক, ডিএমপির মো. শাহজাহান হোসেন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ, পুলিশ অধিদপ্তরের এ এন এম মারুফ আব্দুল্লাহ, সিআইডির মো. আব্দুল্লাহ আল ইয়াছিন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাদেক আহমেদ, পুলিশ অধিদপ্তরের মো. সাইফুল্লাহ, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সাদিয়া আফরোজ, ডিএমপির মল্লিক আহসান উদ্দিন সামী, খুলনা পিটিসির মো. গোলাম রুহুল কুদ্দুস, পুলিশ অধিদপ্তরের মো. মনিরুল ইসলাম, ডিএমপির মো. মফিজুল ইসলাম, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশিদ, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, খাগড়াছড়ির মহালছড়ি ৬ষ্ঠ এপিবিএনের রাজীব কুমার দেব এবং র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।