নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণা-৩ আসনের কেন্দুয়ার মাসকা বাজারে স্বতন্ত্র প্রার্থী ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নেতাকর্মীদের বিরুদ্ধে।
সোমবার (১৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ইফতেখার উদ্দিন তালুকদার।
এ সময় তিনি দাবি করেন, আওয়ামী লীগের নৌকা প্রতীকের নেতাকর্মীরা তার পক্ষের নেতাকর্মীদের ২০টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। এছাড়াও ৩০ নেতাকর্মীকে আহত করা হয়েছে বলেও জানান নেত্রকোণা-৩ আসনের এ স্বতন্ত্র প্রার্থী।
জানা যায়, সোমবার প্রতীক বরাদ্দের পর স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টু ট্রাক প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। রাত সাড়ে আটটায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলে কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহজালাল ও মাসকা ইউপি চেয়ারম্যান সালাম বাঙালির নেতৃত্বে শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে পিন্টুর ৩০ জন নেতাকর্মীকে আহত করে। পরে তারা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ও নেতাকর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করে।
আহতরা স্থানীয়দের সহায়তায় কেন্দুয়া উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।