নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপিন্দি এলাকা থেকে মা ও ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় জবাই করে খুন করা হয়েছে তাদের। আজ রোববার সকালে তাদের নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত মা-ছেলে হলেন বিধবা রাজিয়া সুলতানা কাকলী (৪২) ও তাঁর আট বছরের ছেলে তালহা ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতের খাবার খেয়ে তালহা ও তার মা প্রতিদিনের মতো আলাদা ঘরে ঘুমিয়ে ছিল। সকালে তাদের বাড়ির গেটের তালা ভাঙা দেখা যায়। এ সময় প্রতিবেশীরা তাদের ডাকাডাকি করে কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে সেখানে গিয়ে দেখে ছেলের মরদেহ খাটের উপর আর মেঝেতে রক্তাক্ত অবস্থায় মায়ের মরদেহ। পরে স্থানীয়রা থানায় খবর দেয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক বিভাগের সদস্যরা আছেন।