টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও জয়ের ধারায় ফিরলো আফগানিস্তান। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পরাজয়। আজ (৩১ অক্টোবর) তৃতীয় ম্যাচে নামিবিয়াকে ৬২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার টুয়েলভে দ্বিতীয় জয় তুলে নিলো আফগান বাহিনী।
রবিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৬০ রান। জবাবে ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৮ রানেই থেমে যায় নামিবিয়ার ইনিংস।