নবীনগর প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সদরে মোবাইল কোর্ট পরিচালনা করলেন সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন। আজ বৃহস্প্রতিবার সকালে নবীনগর পৌর সদরে থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারায় চারটি মামলায় চার জনকে আট হাজার টাকা অর্থদণ্ড প্রদান সহ তিনটি মটরসাইকেল এর কাগজ পত্র না থাকায় নবীনগর থানায় হস্তান্তর করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে স্পিট বোর্ড এর মালিক বিল্লাল হোসেন বলেন, এসিল্যান্ড স্যার এর নির্দেশনায় প্রত্যেক যাত্রী কে লাইফ জ্যাকেট পড়ানো হয়। যারা না পরে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়।
অভিযানের অংশ হিসেবে আজ অভিযান করেছি,অভিযান করার সময় চারজনকে চারটি মামলায় আট হাজার টাকা জরিমানা ও তিনটি মটর সাইকেল জব্দ করা হয়। যেখানে অনিয়ম হবে সেখানে অভিযান অব্যাহত থাকবে।